ভুয়া ডিবি পরিচয় দিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৬
ভুয়া ডিবি পরিচয় দিয়ে ডাকাতির সঙ্গে জড়িত এক ডাকাতদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। রাজধানীর মতিঝিল ১১/২ টয়েনবি সার্কুলার রোড এলাকায় রবিবার (৩১ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ।
গ্রেপ্তাররা হলেন— ফরিদ উদ্দিন (৫০), মো. পারভেজ (৩৫), সাইফুল ই নাদিম (৩০), শফিকুল ইসলাম ওরফে বাবুল (৫০), মো. জসিম (৩৪) ও মো. নাছির (৩৮)।
পুলিশ বলছে, সাধারণ গ্রাহকের ছদ্মবেশ ধারণ করে ব্যাংকের ভেতরে অবস্থান করত ডাকাতদলের কয়েকজন। ভেতরে মোটা অঙ্কের টাকা লেনদেনকারীদের তথ্য জেনে কৌশলে তাদের অনুসরণ করত। এরপর বাইরে অপেক্ষমান ডাকাতদলের অন্য সদস্যদের টার্গেট করা ব্যক্তির তথ্য সরবরাহ করত।
পরে টার্গেট করা ব্যক্তি ব্যাংক থেকে বের হওয়া মাত্র গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ভুয়া পোশাকধারীরা ওই ব্যক্তিকে তুলে নিতো তাদের ‘টহল’ গাড়িতে। এরপর তাদের টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে সুবিধাজনক স্থানে ভুক্তভোগীকে ফেলে দিতেন।
অভিযানে ডাকাতদলের কাছ থেকে ডিবি পুলিশ লেখা তিনটি জ্যাকেট, একটি হাতকড়া, একটি লাঠি (স্টেইনলেস স্টিলের), দুটি হোলস্টার, তিনটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি (খেলনা), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন নামের অ্যাকাউন্টের পাঁচটি চেক বই, একটি নোয়াহ্ মাইক্রোবাস, ও একটি ‘পুলিশ’ লেখা স্টিকার জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে হারুন অর রশীদ বলেন, সম্প্রতি ব্যাংকে যারা বড় বড় লেনদেন করছেন, তাদের টার্গেট করে ডিবি পরিচয়ে অপহরণ করে নগদ টাকা লুণ্ঠন করছে ভুয়া ডিবি পরিচয়ের ডাকাত দল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
কেএম/আরএ/