গাজীপুরে ৩৩ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার

গাজীপুর জেলার শ্রীপুর থেকে ৩৩ কেজি গাঁজাসহ ৩ নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলেন- মাকসুদা বেগম ওরফে মাসুদা, লাভলী বেগম (২৭) ও লাবনী আক্তার (১৯)।
শনিবার (৩০ জুলাই) র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এসব তথ্য জানান।
নোমান বলেন, গাজীপুর জেলার কাপাসিয়া থানা হতে শুক্রবার (২৯ জুলাই) মাদকের একটা বড় চালান যাত্রীবাহী সিএনজিযোগে শ্রীপুরের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মাসুদা ওরফে মাকসুদা বেগম, লাভলী বেগম (২৭), মোছাঃ লাবনী আক্তার (১৯) কে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, এসময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে ৩৩ কেজি গাঁজা, ২ টি মোবাইল ফোন এবং নগদ ২৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এএস
