মতিঝিল থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোক্তার হোসেন, লায়লা আক্তার সোনিয়া ও আম্বিয়া খাতুন।
শুক্রবার (২৯ জুলাই) ডিবি লালবাগ বিভাগের সঙ্ঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, আমরা জানতে পারি মতিঝিল এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য গ্রেপ্তারকৃতরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯০০০ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/
