জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ হুমায়ন কবির (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম। পুলিশের দাবি গ্রেপ্তার হুমায়ুন কবির এই সিন্ডিকেটের মূলহোতা।
বুধবার (২৭ জুলাই) মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান হাউজিং, রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের প্রধান ডিআইজি মো. হারুন অর রশিদ।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৬ লাখ জাল টাকা, ১ টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, ১ টি লেমিনেশন মেশিন, ১টি পেস্টিং গামের কৌটা, ৩ টি টাকা তৈরির ডিভাইস, ২ বান্ডেল ফয়েল পেপার, ২ প্যাকেট টাকা তৈরির কাগজ, ১ টি কাটার ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
ডিআইজি হারুন অর রশিদ বলেন, সংঘবদ্ধ অবৈধ জাল টাকা কারবারির এ চক্র ঢাকার মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জাল টাকা তৈরি ও বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদ উদ্যান হাউজিং সোসাইটির ভিতরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ সিন্ডিকেটের মূলহোতা মোঃ হুমায়ন কবির কে জাল টাকা প্রস্তুত করার সময় গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি ভাড়া বাসাকে জাল টাকা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করে জাল টাকা তৈরি করে আসছে এবং তার অন্যান্য সহযোগী পলাতক রয়েছে।
ডিবি পুলিশ জানায়, অন্যান্য পলাতক আসামিরা হলো- ইমাম হোসেন (৩০), মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ সাইফুল (৩০), মোঃ মজিবর (৩২), আলাউদ্দিন (৪২) তারা পরস্পর যোগসাজসে জাল টাকা প্রস্তুত এবং বিপণন করে আসছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামির পিসিপিআর যাচাই করে জানা যায় তার বিরুদ্ধে ইতোপূর্বেও জাল টাকার ৪টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস
