ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

মোহাম্মদপুর বেড়িবাধ সড়কে গরুবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল রতন হোসেন (২১) নিহতের ঘটনায় ট্রাক চালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও বিভাগ পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে জামালপুর, শেরপুর ও ধামরাইয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদাবর থানা পুলিশ।
বুধবার (২৭ জুলাই) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজীব পাটোয়ারী এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হল- হালিম (১৯) ও নূর মোহাম্মদ (৩০)।
জানা যায়, নিহত পুলিশ কনস্টেবল রতন হোসেন বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়ন (এসপিবিএন) কর্মরত ছিলেন।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মুজীব পাটোয়ারী বলেন, ৭ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে গরুবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল রতন নিহত হন। তিনি মোটরসাইকেলে ছিলেন। ঘটনার পর ট্রাক নিয়ে আসামিরা পালিয়ে যান।
তিনি বলেন, এরপরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। এরপর শেরপুর থেকে প্রথমে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেওয়া তথ্যে প্রথমে ট্রাকটিকে উদ্ধার করে ধামরাইয়ের কালামপুর থেকে চালক মো. হালিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম/এএস
