আশুলিয়ায় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

ঢাকার জেলার আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে এক কোটি সাত লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (২৭ জুলাই) র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)।
র্যাব জানায়, এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করেন। পরে তারা রাজধানীর আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করেন।
গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানায় র্যাব।
কেএম/আরএ/
