কথা কাটাকাটির জেরে স্ত্রীকে খুন

মানিকগঞ্জের ঘিওরে সুমি আক্তার (২২) এক গৃহবধূ খুনের ঘটনায় তার স্বামী মো. রাসেল মোল্লা ওরফে রুপককে (২৮) গ্রেপ্তার করেছে সিআইডি।
বুধবার (২৭ জুলাই) দুপুরে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
মুক্তা ধর জানান, এ খুনের ঘটনাস্থল ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাসেল মোল্লা ওরফে রুপকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাসেল জানান, মানিকগঞ্জ জজ কোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবে তিনি প্রায় ৯ বছর ধরে কাজ করতেন। এসডিআই নামে একটি বেসরকারি সংস্থায় বানিয়াজুড়ি ইউনিয়নে মাঠকর্মী হিসেবে কাজ করতেন সুমি। কিন্তু বিয়ের পর স্বামীর পরিবারের সদস্যরা চাকরি ছাড়ার জন্য চাপ দিতে থাকেন। চাকরি ছাড়ার অফিসে জানালে তার স্থলে অন্য কর্মী খুঁজে না পাওয়া পর্যন্ত চাকরি না ছাড়ার জন্য অনুরোধ করে।
মুক্তা ধর বলেন, এ ছাড়াও তার শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন বিষয় নিয়ে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। ঘটনার দিন চাকরি ছাড়ার বিষয় নিয়ে রুপকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। রুপক সুমিকে কিল-ঘুষি, লাথি মারতে থাকেন। এক পর্যায়ে ধারালো দা দিয়ে গলায় কোপ দিলে সুমি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরই রুপক পালিয়ে যান।
এসএন
