শোরুমের তালা ভেঙে মোবাইল চুরির আলামতসহ গ্রেপ্তার ৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে।
রবিবার (২৪ জুলাই) রাজধানীর বসুন্ধরা, ভাটারা এবং কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম-অনিক হাসান, নাহিদ হোসেন ও নাদিম মোহাম্মদ সাগর। গ্রেপ্তারের সময় চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের প্রধান ডিআইজি মো. হারুন অর রশিদ।
ডিআইজি মো. হারুন অর রশিদ বলেন, আমরা জানতে পারি একটি চোর চক্রের সক্রিয় সদস্য যমুনা ফিউচার পার্কের লেভেল-৪, ব্লক-সি এর শেফা ইন্টারন্যাশনাল মোবাইল শোরুম থেকে তালা ভেঙে ব্র্যান্ডের ৫৫টি দামি মোবাইল ব্যাগে করে নিয়ে যায়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ডিবি পুলিশ নিশ্চিত হয় যে, চোর চক্রের তিন সদস্যদের মধ্যে দুইজন একটি-দুইটি করে মোবাইল বসুন্ধরা মার্কেটের বিভিন্ন দোকানে এবং দোকানের সামনে দাঁড়িয়ে থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রি করেছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে খিলক্ষেত কুড়াতলীর আমজাদ মোড়ল এর বাড়ির নিচ তলা, থেকে আসামি নাহিদ হোসেনের মায়ের মুদির দোকান হতে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ৪৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় ১টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
