নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অপরাধে সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অপরাধে সরকারি কর্মকর্তা চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।
সোমবার (২৫ জুলাই) ডিভি পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৪ জুলাই) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেপ্তার মিল্টন ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
ডিআইজি হারুন বলেন, বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার একাধিক ব্যক্তি জিজ্ঞাসাবাদে মাউশি কর্মকর্তা মিল্টনের নাম জানায়। এরপর তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
কেএম
