র্যাব-১০ এর অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, এক যুবককে ছুরিকাঘাত করে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীচক্রের সদস্যরা। ভুক্তভোগী যুবকের বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৩ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. অন্তর মিয়া, মো. আরিফ ও মো. নাদিম। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু ও একটি ছুরি জব্দ করা হয়।
রোববার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা এ এমপি এনায়েত কবীর সোয়েব।
র্যাব জানায, গ্রেপ্তারকৃত তিন যুবক বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম
