ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ার গাবতলীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘঠিত দ্বন্দ্বে এক যুবক খুন হয় ওই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আ. মোতালেব ওরফে খোকন।
সিআইডি জানায়, গত ১৬ জুলাই বগুড়া জেলার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর টাইয়েরপাড়ার তিনমাথা মোড়ে জনৈক পিন্টু মিয়ার দোকানে ফুটবল খেলার বিরোধকে কেন্দ্র করে মো. মামুন (২২) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাবতলী এর জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ জুলাই রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি বলেন, ‘ফুটবল খেলার সময় সংঘঠিত বিরোধকে কেন্দ্র করে খুন হওয়ার ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এরপর এ বিষয়টি তদন্ত করে সিআইডি।’
সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, ‘এ ঘটনার একপর্যায়ে তদন্তে ও সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে মো. আ. মোতালেব ওরফে খোকনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এবং তাকে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান সিআইডি এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
