আদাবরে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী আটক

সোমবার (১৮ জুলাই) রাতে আদাবর ১২ নম্বর রোডের একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে সৈয়দা সিনথিয়া নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী সামিউদ্দিন রব্বানীকে (২৭) আটক করেছে র্যাব।
বুধবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর থানার টোলারবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলা ও অন্যান্য সূত্রের বরাত দিয়ে র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) উত্তম কুমার বিশ্বাস জানান, ২০১৩ সালে সিনথিয়ার সঙ্গে ফেসবুকে সামিউদ্দিন রব্বানীর পরিচয় হয়। ২০১৯ সালে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। পরে আদাবরে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। গত ১৮ জুলাই বাসা থেকে পচা দুর্গন্ধ ছড়ালে ভবনটির বাসিন্দারা বাড়ির মালিককে জানান। খবর পেয়ে পুলিশ সিনথিয়ার অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
উত্তম কুমার বিশ্বাস বলেন, এই হত্যার সঙ্গে তার স্বামীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাকে ধরা হয়েছে।
কেএম/এসএন
