ইয়াবা, আইসসহ ৩ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও ভয়ঙ্কর মাদক আইস জব্দ করা হয়েছে। এ সময় মাদকের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৮ জুলাই) তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মানসুরা জামান তন্বী, মো. মোরশেদুল হাসান ও মোহায়ামিনুল ইসলাম ইভান।
মঙ্গলবার (১৯ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, তন্বীর নিকট থেকে ১২ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস জব্দ করা হয়েছে। এবং মো. মোরশেদুল হাসানের নিকট থেকে ১৩৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া ইভানকে গ্রেপ্তারের পর তার নিকট থেকে ৩২ গ্রাম আইস, ২০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
