হত্যা ও মাদক মামলার পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর শাহআলী থানা এলাকার উত্তর বিশিল এলাকায় হত্যা ও মাদক মামলার একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) মানিকগঞ্জের সিংগাইর থানার চর আটিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-মোঃ জলিল ও নাসিমা।
মঙ্গলবার (১৯ জুলাই) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, আমরা জানতে পেরেছি জলিল ও নাসিমা দুজনেই স্বামী-স্ত্রী।
আমিনুল ইসলাম বলেন, গত ৩ জুলাই ২০০৮ শাহআলীতে উত্তর বিশিল এলাকায় একটি হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন নিহতের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা হয়। ওই মামলার পর ঘটনার সঙ্গে জড়িত জলিল, নাসিমা, ওমর ও আবুলদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। ২০০৯ সালে জলিল ও তার স্ত্রী নাসিমা আদালত হতে জামিনে মুক্ত হয়ে পলাতক হয়। গ্রেপ্তার এড়াতে তারা বর্তমান ও স্থায়ী ঠিকানায় বসবাস না করে নতুন জায়গায় বসবাস শুরু করেন।
ওসি আরও বলেন, ২০০৯ সালে জলিল ও তার স্ত্রী নাসিমা জামিন নেওয়ার সময় জলিলের ভাই জুলহাসের এনআইডির ফটোকপি আদালত দাখিল করেন। এ এনআইডি ফটোকপি সূত্র ধরে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জের সিংগাইর থানার চর আটিপাড়া এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাহআলী থানায় ৫ টি জিআর গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
