রাজধানীতে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ একজন ‘মাদক কারবারি’কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কলাবাগান থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহ আলম সৈকত। মঙ্গলবার (১৯ জুলাই) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কলাবাগান থানার বীর উত্তম সিআর দত্ত রোড আলম রেস্তোরার সামনে ১ জন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এ সময় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবাসহ শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
