২০০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে বন্ধুকে খুন

মাত্র ২০০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক বন্ধু অন্য বন্ধুকে খুন করেন বলে জানিয়েছেন শাহাবাগ থানা পুলিশ। পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির নাম বিল্লাল (৩০)। এ ঘটনায় তার বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ সোমবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১৯ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, নিহত বিল্লাল কুমিল্লার তিতাস উপজেলার জগতপুরের জহোরের ছেলে৷ অভিযুক্ত বন্ধুর নাম বাবু ওরফে কালা বাবু। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানায়। বাবু ওরফে কালা বাবুর নামে শাহবাগ থানায় একাধিক মাদক মামলা রয়েছে৷
শাহবাগ থানা-পুলিশ জানায়, ২০০ টাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের উত্তর পাশের ফটকসংলগ্ন নির্মাণাধীন ক্যানটিনের সিঁড়ির উপর বিল্লাল ও বাবুর মধ্যে কথা-কাটাকাটি হয়৷ এ সময় তাদের মধ্যে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারামারি হয়৷ একপর্যায়ে বিল্লালের বমি শুরু হলে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে পানি পান করান৷ পরে শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার খবর পান, কেউ একজন সোহরাওয়ার্দী উদ্যানে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন, সেখানে গিয়ে পুলিশ বিল্লালের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানাতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, বিল্লাল ও বাবু একে অপরের বন্ধু, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাফেরা করেন বলে আমরা জানতে পারি।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে তাদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। একপর্যায়ে মারামারি বেঁধে যায়। এরপর বিল্লালের বমি শুরু হয়, তখন সেখানে থাকা কিছু লোক তাকে সরিয়ে নিয়ে মাথায় পানি দেন। পরে মুক্ত মঞ্চে গিয়ে বিল্লাল শুয়ে পড়েন এবং সেখানেই মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার উপপরিদর্শক মো. জব্বার বলেন, অভিযুক্ত বাবুর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হচ্ছে।
কেএম/আরএ/
