মোহাম্মদপুরে হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
রবিবার (১৯ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুমন মাঝি ও মো. মেহেদী হাসান মোল্লা। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, মোহাম্মদপুরের নুরজাহান রোডের মসজিদ মার্কেটের সামনে কয়েকজন মাদক কারবারি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
কেএম/এসজি/
