আশুলিয়ায় র্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে একজন আটক

সাভারের আশুলিয়ায় ভুয়া র্যাব পরিচয়ে পরিবহনে চাঁদাবাজির সময় রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। ভুয়া এই র্যাব সদস্যের নাম মোজাফ্ফর হোসাইন জয়।
রোববার (১৯ জুন) আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে ট্রাফিক পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে জানা গেছে ওই যুবক প্রায় ২-৩ মাস ধরে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, আটক রবিউল ইসলাম আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকার জহিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সিঙ্গারুল গ্রামে।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (ডিউটি রত কর্মকর্তা) দেলোয়ার হোসেন বলেন, র্যাব পরিচয়ে ওই যুবককে বাইপাইল এলাকায় বিভিন্ন পরিবহন থেকে ৫০-১০০ টাকা চাঁদা উত্তোলনের সময় ধরা হয়।
তিনি বলেন, প্রথমে ট্রাফিক পুলিশ তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। সে র্যাবের একটি পোলো টি-শার্ট পরা ছিলেন।
কেএম/
