লাইভ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

অতর্কিত হামলার শিকার হয়েছেন জাগো নিউজের সংবাদিক সিরাজুজ্জামান। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড থেকে অনলাইনে লাইভ করতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে জানা গেছে।
সিরাজুজ্জামান জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
জানা যায়, শনিবার (১৮ জুন) দুপর আড়াইটার দিকে ৪-৫ জন দুর্বৃত্তরা তার উপর অতর্কিত এ হামলা চালায়। হামলায় তার ঠোঁট কেটে যায় এবং ঠোঁটে ১০টি সেলাই লাগে। এ ছাড়াও দুর্বৃত্তদের হামলায় তিনি বুকে, মাথায়, হাঁটু ও পিঠে আঘাত পান। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আহত সাংবাদিক সিরাজুজ্জামান ঢাকা প্রকাশকে বলেন, তেজাগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অজ্ঞাত ৪-৫ জন মোটরসাইকেলের গতিরোধ করেন। তারা আমাকে বলে, ‘তুই সাংবাদিক, লাইভ করোস।’ আমি হ্যাঁ বলার পর অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে মারধর করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা করে।
সিরাজুজ্জামান বলেন, হামলাকারীরা আমার কাছে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা ও তথ্য অধিদপ্তর থেকে দেওয়া সাংবাদিক পরিচয়পত্র নিয়ে গেছে। বর্তমান শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী (সাংবাদিক) থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে ভালোভাবে বলা যাবে।
কেএম/এসআইএইচ
