টিপু হত্যাকাণ্ডের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করে জিতু: ডিবি

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র সরবরাহকারী ইশতিয়াক আহমেদ জিতুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুন) তাকে গ্রেপ্তার করার পর শুক্রবার (১৭ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পুলিশ জানায়, মগবাজার এলাকা থেকে টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সরবরাহ করে জিতু। সে সব তথ্য স্বীকার করেছে। তবে এখনও এ ঘটনার তদন্ত চলছে।
শনিবার (১৮ জুন) জিতুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) এক কর্মকর্তা এসব তথ্য জানান।
কর্মকর্তা বলেন, রিমান্ডে মুসার কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়ে রাকিব ও জিতুকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আমরা জানতে পারি জিতু একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে বিভিন্ন অপরাধীরা অস্ত্র ও গুলি সংগ্রহ করত।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি তথ্য বলছে, টিপু-প্রীতি হত্যা মামলায় মোট এ পর্যন্ত এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বলেন, টিপু হত্যার আসামি যেই হোক না কেন। আমি এ হত্যার আসামিদের দ্রুত শাস্তি চাই এটাই আমার প্রত্যাশা।
প্রসঙ্গত, ২৪ মার্চ রাতে নিজের বাসায় ফেরার পথে রাজধানীর শাহজানপুর রেলগেটে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে খুন হন সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এসময় পাশ দিয়ে রিকশায় করে যাওয়ার সময় গুলিতে খুন কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ডিএমপির শাজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয় বেশ কয়েকজনকে। পরে এ ঘটনায় মূল পরিকল্পনাকারী মুসা সহ একজন আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
কেএম/এএস
