চিকিৎসক বুলবুল হত্যার আরও এক আসামি গ্রেপ্তার

দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রিপন। বুধবার (১৫ জুন) বিকালে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১৬ জুন) সকালে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার গণমাধ্যমকে বলেন, এ হত্যার ঘটনায় আগে গ্রেপ্তার ব্যক্তিদের জবানবন্দিতে রিপনের নাম আসে। এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন রিপন। তিনি ছিনতাইকারী দলটির নেতা।
তিনি আরও বলেন, বুলবুলকে হত্যার পর রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই এলাকায়।
ডিবির এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন-বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে তারা পাঁচজন মিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকা ছিল।
জানা গেছে, এর আগে এ ঘটনায় গ্রেপ্তার করা হয় চারজনকে। তারা হলেন-আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯), সোলায়মান (২৩), রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭) ও রাসেল হোসেন হাওলাদার (২৫) গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ইতিমধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ১৬৪ ধারায় রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হৃদয় ও সোলায়মান। জবানবন্দিতে তারা জানান, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার এক পর্যায়ে বুলবুল ছুরিকাঘাত করেন রিপন।
কেএম/এসএন/এসআইএইচ
