স্ত্রীকে বিয়ে করায় জেল থেকে বেরিয়ে বন্ধুকে খুন, গ্রেপ্তার ১

১৪ মামলার আসামি রাসেল গ্রেপ্তার হয়ে জেলে গেলে তাকে তালাক দিয়ে রাসেলের বন্ধু রাকিবকে বিয়ে করেন স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী। প্রতিশোধ নিতে জামিনে বের হয়ে বন্ধুকে খুন করেন রাসেল।
মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এর আগে আসামি রাসেলকে সোমবার (১৩ জুন) রাজধানীর মিরপুর থেকে রাসেলকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডি জানায়, জেলে বসেই রাসেল তার বন্ধু রাকিবকে হত্যার পরিকল্পনা করেন। এরপর বের হয়ে তা বাস্তবায়ন করেন।
মুক্তা ধর বলেন, প্রায় ৭ বছর আগে নিজেদের পছন্দে লাবণ্য সিদ্দিকা সাথীর সঙ্গে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে রেদোয়ান আহমেদ রোজ নামে ৫ বছরের একটি সন্তান রয়েছে। চলতি বছরের ২৩ মার্চ রাসেলকে গ্রেপ্তার করে নাটোর থানা পুলিশ। স্বামী জেলে থাকা অবস্থায় তাকে তালাক দিয়ে স্বামীর বন্ধু রাকিবকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন স্ত্রী।
তিনি বলেন, ৩১ মে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে খুঁজতে থাকেন রাকিবকে। ১ জুন কৌশলে রাকিবকে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার রাকিব হোসেনের বড় ভাই মো. শাকিল হোসেন বাদী হয়ে মো. রাসেল ওরফে কাটা রাসেলকে (৩১) প্রধান আসামি করে পাকশি রেলওয়ে থানায় মামলা করেন। গতকাল রাজধানীর মিরপুর থেকে রাসেলকে গ্রেপ্তার করে সিআইডি।
রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা তদন্তাধীন ও অবশিষ্ট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।
কেএম/এসএন
