বিক্ষোভ মিছিলে বাঁধা: মুসল্লিদের হামলার শিকার মোহাম্মদপুর ওসি

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় হামলার শিকার হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। আহত অবস্থায় ওসি আবুল কালাম আজাদকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসির সঙ্গে আরও একজন আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (১০ জুন) জুমআর নামাজ শেষে মুসল্লিরা বিক্ষোভ করার সময়ে বাঁধা দিলে হমলার শিকার হন তারা।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সুজন বলেন, এ ঘটনা তদন্ত চলছে ঘটনাস্থলে আমাদের পুলিশের সদস্য রয়েছে বিস্তারিত পরে ভালোভাবে বলতে পারব।
হামলার বিষয়টি মোহাম্মদপুর থানার আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের থানার নতুন ওসি আবুল কালাম আজাদ ঢাকা উদ্যানে দায়িত্বরত অবস্থায় হামলার শিকার হয়েছেন। তিনি মাথায় বুকে আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করে আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আশঙ্কা মুক্তা আছেন। তিনিসহ উর্ধ্বতণরা তাকে দেখতে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় নেত্রীর কুটুক্তির প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা বিক্ষোভ শুরু করেন। এ সময় মোহাম্মদপুর থানার ওসি মুসল্লিদের পাঁচ মিনিট সময় বেঁধে দেন। পাঁচ মিনিট শেষ হওয়া যায়র পর ওসি মুসল্লিদের বিক্ষোভে বাঁধা দেন আর এতেই হামলার শিকার হন তিনি।
কেএম/এএজেড
