এটিইউয়ের অভিযানে জঙ্গি সংগঠনের সদস্য গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিটের অভিযানে ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম' এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জুন) এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান ঢাকা প্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারককৃতের নাম- মো: রায়হান আলী (১৯)। গ্রেপ্তারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২ টি সীম কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারীর ভিত্তিতে বৃহস্পতিবার এক অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন খুটামারা মৌলবী বাজার এলাকার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম' এর একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত মো: রায়হান আলী 'আনসারুল্লাহ বাংলা টিম' এর একজন সক্রিয় সদস্য ও সমর্থক। সে ও তার সহযোগীগণ দেশ হতে চলমান গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে যেকোন মূল্যে কথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে আসছিল।
পুলিশ সুপারআসলাম খান আরো বলেন, আসামি অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সাথে যোগাযোগের মাধ্যমে জিহাদ এবং রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করত। আসামী ও তার অন্যান্য সহযোগীগণ ফেসবুক আইডি, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনে বাংলাদেশ সরকার বিরোধী ষড়যন্ত্র সংক্রান্তে বিভিন্ন লিংক পাওয়া গিয়েছে এবং এর মধ্যে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র জিহাদের উস্কানিমূলক বিস্তারিত আলোচনা রয়েছে।
এন্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য পদ গ্রহণ ও সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে জলঢাকা থানার মামলা রয়েঠে মামলা নং- ৯। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএজেড
