‘টিপু হত্যার আসামি মুসা মাফিয়া নিয়ন্ত্রণ করতেন’

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার সুমন শিকদার ওরফে মুসা এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী।
শুক্রবার (১০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন। বৃহস্পতিবার (৯ জুন) তাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনা হয়।
তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতায় ওমান থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনা মুসার ১৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ। মুসা বাংলাদেশের মাফিয়া নিযন্ত্রণ করতেন। কাউকে খুন করতে তিনি চুক্তি করতেন এবং সে অনুযায়ী কাজ করেন।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘ডাবল মার্ডারের ঘটনায় বগুড়া থেকে গ্রেপ্তার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের স্বীকারোক্তিমূলক জবাববন্দিতে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে মুসার নাম আসে। পরে জানা যায়, মুসা ঘটনার আগেই ১২ মার্চ দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাত চলে যান। তার সন্ধান পেতে ৬ এপ্রিল পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখায় যোগাযোগ করা হয়।’
ডিবি পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, পরে প্রতিবেশী দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হয়। একপর্যায়ে জানা যায়, মুসা গত ৮ মে দুবাই থেকে ওমান প্রবেশ করে। তখন ইন্টারপোলের ওমান পুলিশ এনসিবির সহযোগিতায় তাকে ১২ মে গ্রেপ্তার করে এবং গত ৯ জুন ওমান থেকে দেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, এ মামলায় মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী মুসা এবং শুটার মাসুম মোহাম্মদ আকাশ। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সহযোগী অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
কেএম/এসএন
