শিক্ষা সচিব সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের নাম, পদবি ও ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রেজওয়ানুল হক।
বুধবার (৮ জুন) গোয়েন্দা বিভাগের উপকমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) তারেক বিন রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাধ্যমিকের গণ্ডি পার হতে না পারা রেজওয়ান ৫ বছর ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিক্ষা সচিবের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন রেজওয়ান। এরপর বদলি ও পদোন্নতির লোভ দেখিয়ে আগ্রহীদের কাছ থেকে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিতেন। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের নজরে এলে মামলা করেন তার ব্যক্তিগত সহকারী শেখ হাফিজুর রহমান সজল। এরপর এ ঘটনা তদন্তে নামে পুলিশ।
এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) তারেক বিন রশিদ জানান, পাঁচ বছর ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন রেজওয়ান। তার নামে আরও চারটি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছিলেন। জামিনে বেরিয়ে ফের একই অপরাধে যুক্ত হন তিনি।
কেএম/এসএন
