হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসারের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, সাত থেকে আট ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
কেএম/এসএন
