জঙ্গি সংগঠনের এজাহারভূক্ত পলাতক আসামি গ্রেপ্তার

পুলিশের এন্টি টেররিজম ইউনিটের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসার আল ইসলাম' এর একজন এজাহারভূক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম- ইয়াছির আরাফাত ওরফে আল জিহাদ, ফি সাবিলিল্লাহ, আফনান ইসলাম (১৯)। এসময় তার নিকট থেকে ১টি এন্ড্রয়েড মোবাইল ও ২ টি সিমকার্ড জব্দ করা হয়েছে।
আজ শনিবার (৪ জুন) এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা জেলার কয়রা শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান ঢাকা প্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার আসলাম বলেন, গ্রেপ্তারকৃত ইয়াছির আরাফাত সহ তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গীবাদ প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরও বলেন, আসামি ও তার সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।
এছাড়াও উগ্রবাদী বিভিন্ন বই অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহবান করে আসে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএজেড
