কদমতলীতে নারীকে কুপিয়ে হত্যা, দেবর আটক

রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইন এলাকায় পারিবারিক কলহের জেরে মোছা. নাজমা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর দেবর আবুল কালাম সেন্টুকে পুলিশ আটক করেছে।
শনিবার (৪ জুন) সকাল ৯টার পর এ ঘটনা ঘটে বলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এসময় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্থানীয়রা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট দেবর নাসির হোসেন বলেন, বড় ভাই আবুল হোসেন বেশ কিছুদিন আগে মারা যান। তারপর থেকে একাই থাকতেন ভাবি নাজমা বেগম। শনিবার সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবির ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এ ঘটনায় বাধা দিতে গেলে আমার হাতেও ছুরির আঘাত লাগে।
তিনি আরও জানান, ঠিক কী কারণে মেজো ভাই বড় ভাবিকে কুপিয়ে হত্যা করেছেন, সে বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার পর উদ্ধার করে ভাবিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসির হোসেন বলেন, আমরা কদমতলীর পশ্চিম জুরাইনের ৪৪ নম্বর বাসায় থাকি। ভাবি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক আবুল কালামকে পুলিশ আটক করেছে।
এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, পশ্চিম জুরাইন এলাকায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের থানা পুলিশ জানতে পেরেছে পারিবারিক কলহের জেরে মোছা. নাজমা বেগমকে হত্যা করেছেন তার দেবর।
তিনি বলেন, এ বিষয়ে নিহত ওই নারীর দেবরকে আটক করা হয়েছে। থানা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে।
কেএম/এএইচ/এসএন
