একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডদেশ প্রাপ্ত পলাতক আসামী মোঃ নজরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার (৩ মে) র্যাব মিডিয়া সেন্টারে সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ৩ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। আসামিরা হলেন (১) রেজাউল করিম মন্টু, (২) শহিদ মন্ডল ও (৩) মোঃ নজরুল ইসলাম। এর মধ্যে নজরুল ইসলাম পলাতক ছিল।
র্যাব জানায়, এসব আসামিরা স্বাধীনতা যুদ্ধের সময় নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মনবতাবিরোধী অপরাধ সংঘটন করে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যাসহ অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। ফলশ্রুতিতে র্যাব ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নজরুল ইসলামকে (৬৯) গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এএজেড
