উত্তরায় গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার ৫

উত্তরার ১৪ নম্বর সেক্টরে একটি বাসায় গ্রিল কেটে নগদ টাকা, স্বর্ণালংকার, প্রাইজবন্ড, এফডিআরের কাগজপত্র চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ওই বাসার কেয়ারটেকার মো. কবিরুল, মো. মামুন হোসেন, মো. আবু রায়হান, মো. মিলন ও মো. রাজিব।
বৃহস্পতিবার (২ জুন) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১ জুন) উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের একটি বাসায় চুরির ঘটনাটি ঘটেছে।
ওসি শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের একটি বাসায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে যায় টহল পুলিশ।
পুলিশ জানায়, প্রথমে ওই বাসার কেয়ারটেকার মো. কবিরুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো কথা বললে সন্দেহ হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, বাসার মালিক সপরিবারে কানাডায় অবস্থান করছেন। এ সুযোগে তারা ২০ মে রাত ৯টার দিকে গ্রিল কেটে ওই বাসায় প্রবেশ করেন। আর নগদ টাকা, স্বর্ণালংকার, স্যামসাং ট্যাব, মোবাইল, প্রাইজবন্ড, এফডিআর ও সঞ্চয়পত্রের প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।
ওসি বলেন, কেয়ারটেকারকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা ও তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তার সহযোগী মামুন হোসেন, আবু রায়হান, মিলন ও রাজিবকে। এসময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি স্যামসাং ট্যাব, একটি নকিয়া বাটন ফোন, ৩৭টি ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ২৬ লাখ টাকা মূল্যের এফডিআরের মূল কপি ও চুরির কাজে ব্যবহৃত একটি হাতুড়ি, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, একটি টর্চ লাইট, দুইটি হেক্সো ব্লেড, দুইটি স্ক্রু ড্রাইভার জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে উত্তরা, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও টঙ্গীসহ ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এসএন
