মিরপুরে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার (১ জুন) আট কেজি গাঁজাসহ ইমরান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাবতলী বাস টার্মিনালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পুলিশ পরিদর্শক) মো. আবু জাফর তালুকদার মানিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকালে আমি এবং এএস আই ইমরান ও আমাদের টিমের সদস্যরা বিশেষ এক অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ঐই গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। এসময় তার কাছ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস
