র্যাবের অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২

রাজধানীতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বিপ্লব (৩৫) ও মো. আল-আমিন (২০)। মঙ্গলবার (৩১ মে) র্যাব-১০ এর প্রেসবিজ্ঞপতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ মে) রাত ৯টায় শ্যামপুরের জুরাইন ও রাত ১০টায় কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর র্যাব বলছে, এরা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইলসহ বিভিন্ন দামি জিনিস ছিনিয়ে নিতেন বলে র্যাব জানায়।
র্যাব-১০ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র্যাবকে জানান, তারা শ্যামপুর ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএম/এএজেড
