রাজধানীর পল্টন এলাকা থেকে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১

রাজধানীর পল্টন এলাকা থেকে ১২০০ ইয়াবাসহ মো. তারেক নামে এক জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্টল মডেল থানা।
সোমবার (৩০ মে) পুরানা পল্টন এলাকার ঢাকা ইন্স্যুরেন্স ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার তারেক সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
মঙ্গলবার (৩১ মে) পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, পুরানা পল্টন এলাকার ঢাকা ইন্স্যুরেন্স ভবনের সামনে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের সত্যতা যাচাই করে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ তারেককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্টল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএম/এএস
