মতিঝিল থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. আনোয়ার হোসেন ও মো. নেছার আহম্মেদ রনি।
সোমবার (৩০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (২৯) মতিঝিল থানা এলাকার জীবন বীমা করপোরেশন ভবনের পাশ থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, মতিঝিলের জীবন বীমা করপোরেশন ভবনের গলিতে মাদক কেনা-বেচার তথ্য পাই আমরা। এরপর সেখানে অভিযান চালিয়ে আনোয়ার ও নেছারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেএম/এসএন
