নরসিংদীতে তরুণীকে হেনস্তাকারী নারী গ্রেপ্তার

নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে হেনস্তা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় হেনস্তাকারী নারী শিলা আক্তার ওরফে সায়মাকে নরসিংদীর শিবপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ মে) র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এসব নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ এক অভিযানে শিলা আক্তার ওরফে সায়মাকে নরসিংদীর শিবপুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, তরুণীকে হেনস্তা করা নারী শিলা আক্তার ওরফে সায়মা (৪৫) শহরের উপজেলা মোড়ের ভাড়াটিয়া ফয়েজ আহমেদের স্ত্রী। এলাকায় তিনি একজন ঘটক হিসেবে পরিচিত। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীকে শনাক্ত করা হয়। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ ও দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে তিনি বাসা ছেড়ে চলে যান।
এর আগে ১৮ মে ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছেন ওই তরুণী ও দুই তরুণ। সকাল পৌনে ৬টা পর্যন্ত স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকা মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। সাড়ে ৬টার দিকে স্টেশনে অবস্থানরত মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে হেনস্তা করেন। এ সময় তার সঙ্গে থাকা দুই তরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তারাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে গিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়।
কেএম/এসএন
