যাত্রাবাড়ীতে ফেনসিডিল-প্রাইভেটকারসহ আটক ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৫৩ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই জনকে আটক করেছে র্যাব-৩।
শনিবার (২৮ মে) অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—মো. জুয়েল (৩৭) ও মো. সাখাওয়াত হোসেন (৩২)। শুক্রবার (২৭ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বীণা রানী দাস বলেন, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা একটি প্রাইভেটকার যোগে যাত্রী সেজে কুমিল্লা থেকে ঢাকা অভিমুখে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল এর চালান রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশে বহন করে নিয়ে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশির মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে যাত্রী সেজে কুমিল্লা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল কিনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানায়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/
