উপবৃত্তি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

উপবৃত্তি ও করোনাকালে অনুদান প্রদানের নামে প্রতারণা করে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রতারণার কাজে ব্যবহৃত আলামতও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- আশিকুর রহমান, মো. সাইফুল সর্দার ও মোক্তার হোসেন।
বুধবার (২৫ মে) দুপুরে মালিবাগ সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
মুক্তা ধর বলেন, সম্প্রতি উপবৃত্তি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় দেশের বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও তাদের কর্মপদ্ধতি সম্পর্কে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে সিআইডি। এরপর ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতা মো. আশিকুর রহমানকে গ্রেপ্তার করে সিআইডি।
তিনি বলেন, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইফুল সর্দার ও মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেএম/এসএন
