কমলাপুর স্টেশন ম্যানেজারের মোবাইল চুরি
আটক চোর আগেও চুরি করে চাকুরি হারিয়েছে

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের অভিযানে কমলাপুর স্টেশনে সংবাদ সম্মেলনের সময় ম্যানেজার মাসুদ সারওয়ারের চুরি হওয়া মোবাইল উদ্ধারের পর। আজিজ মোহাম্মদ (৪৫) নামের এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধায় ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ঢাকা প্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তাকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, গ্রেপ্তাকৃত ওই ব্যক্তি আগে ও মাদরাসা থেকে মোবাইল চুরি করে ধরা এবং এ ঘটনায় তার চাকরি চলে যায়। ডিসি মশিউর রহমান বলেন, বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয়েছে একই চক্রের আরও দুজনকে। তারা হলেন- রনি হাওলাদার (৪০) ও মো. জাকির হোসেন (২৫)।
ডিবি পুলিশের গুলশান বিভাগ জানায়, সৌদি আরবে গাড়ি চুরি মামলায় তিন বছর সাজা হয় আজিজের। সাজাভোগ করে ২০১৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়ে একটি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পর মাদরাসায় মোবাইল চুরি করে ধরা পড়লে তার চাকরি চলে যায়।
কেএম/এএজেড
