যাত্রাবাড়ীতে গৃহবধূ হত্যার অভিযোগ, আটক ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শাহীনা আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত অবস্হায় জাহাঙ্গীর আলম (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আয়ান মাহমুদ দ্বীপ বলেন, জাহাঙ্গীর আলম ও নিহত শাহীনা আক্তার দুজনেই গার্মেন্টসকর্মী। পরকীয়ার জেরে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার প্যারাডগাইর বাগিচা রোডের ৭ তলার একটি বাসায় যান তারা। সেখানে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহীনা আক্তার ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর আলমের গোপনাঙ্গ কেটে দেন। এ সময় জাহাঙ্গীর আলম শাহীনা আক্তারে গলা চেপে ওয়ালের সঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই শাহীনা আক্তার মারা যান। পরে আমরা খবর পেয়ে আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল এবং সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটের সার্জারি বিভাগে ভর্তি করি। নিহত শাহীনা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত শাহীনা আক্তারের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং আহত জাহাঙ্গীর আলমেরও সন্তান রয়েছে। এ ঘটনায় নিহত শাহীনা আক্তারের স্বামী একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এসএন
