পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন; গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিকেল, ডেন্টালসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে সাহায্য প্রার্থীদের সাথে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতের নাম শাহীন আলম। শুক্রবার (২২ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ এপ্রিল) সিটি-সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
অমিত কুমার দাশ বলেন, বিভিন্ন অনলাইন রুটিন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। যারা BD Job Circular সহ আরো কয়েকটি ফেইক আইডিতে এসব পোস্ট করতো।
সাইবার এই পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই ফেসবুক আইডিটি শনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। যাত্রাবাড়ীর মাতুয়াইল শরীফ পাড়া এলাকা থেকে শাহীন আলম নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি মোবাইল ফোন ৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
কেএম
