ময়মনসিংহে বিস্ফোরণে ২ নারীর মৃত্যু: মূল আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অনুমোদনহীন একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় করা মামলার প্রধান আসামি বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি বোরহানউদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি।
সিআইডি বলছে, গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন দীর্ঘ ১৫-২০ বছর ধরে কারখানাটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি করে আসছিল। আতশবাজি তৈরির জন্য কাচাঁমাল সে ঢাকার চকবাজার এলাকা থেকে ক্রয় করত।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
মুক্তা ধর বলেন, কারখানাটিতে দুর্ঘটনায় নিহত নাসিমা আক্তার দেড় বছর এবং আফিয়া খাতুন চার মাস ধরে কাজ করে আসছিল। তারা দক্ষতা অনুযায়ী সপ্তাহে দুই থেকে ছয় হাজার টাকা আয় করত।
তিনি আরও জানান, ‘গ্রেপ্তারকৃত বোরহান উদ্দিন দীর্ঘ ১৫-২০ বছর ধরে কারখানাটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি করে আসছিল। কারখানায় তিনি ছোট ছোট চকলেট বাজি, তারাবাজি, পটকা ইত্যাদি তৈরি করে স্থানীয় বিভিন্ন বাজার ও পাশের এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল।
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আতশবাজি তৈরির জন্য কাচাঁমাল সে ঢাকার চকবাজার এলাকা থেকে ক্রয় করত। কারখানাটিতে আতশবাজি তৈরির জন্য পালাক্রমে ৫০ জন শ্রমিক কাজ করত। গত ২০ এপ্রিল ভোরে আতশবাজি তৈরির সময় ২ জন নারী শ্রমিক আতশবাজির প্রচণ্ড বিস্ফোরণে নিহত হয় এবং বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার চালও দুমড়ে মুচড়ে যায় এবং ঘরের দেওয়াল খণ্ড বিখণ্ড হয়ে ভেঙে পড়ে। এরপর এ ঘটনায় একটি মামলা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান মুক্তা ধর।
কেএম/এমএমএ/
