১০ বছর পর নিখোঁজ ইলিয়াস আলীকে পাওয়ার স্বপ্ন দেখছে পরিবার

নিখোঁজের ১০ বছর পর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলীর খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এদিকে র্যাবের এ কথা শোনার পর ইলিয়াস আলীকে ফিরে পেতে আবার আশায় বুক বেঁধেছে তার পরিবার।
১০ বছর আগে ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী নিখোঁজ হন। এ পর্যন্ত তার কোনো খবর পায়নি পরিবার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানায় র্যাব।
এরপর তাকে ফিরে পাওয়ার নতুন করে স্বপ্ন দেখছে পরিবার। পরিবার বলছে, অপেক্ষা করতে হলে অপেক্ষা করবে, ইলিয়াস আলীকে ফেরত চায়।
এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘স্বামী ফেরার অপেক্ষায় ১০ বছর পার করেছি। সন্তানদের কোনো জবাব দিতে পারি না তাদের বাবা কোথায়? র্যাব এ বিষয়ে গতকাল কথা বলেছে গণমাধ্যমে দেখেছি। র্যাব বলছে ইলিয়াস আলীকে খোঁজা হচ্ছে তাদের এমন কথার পরিপ্রেক্ষিতে আমরা ইলিয়াস আলীকে নতুন রূপে পাওয়ার স্বপ্ন দেখছি। আরও অপেক্ষা করতে হলে করব। আল্লাহ যেন তাকে জীবিত রাখে সেই দোয়া করি।’
লুনা বলেন, ‘আমার স্বামী নিখোঁজের ১০ বছর চলে গেল, আমরা আজও অন্ধকারেই রয়ে গেলাম। শেষ অবধি আমি তার অপেক্ষা করব। দুনিয়ার আদালতে বিচার পাইনি, আল্লাহর আদালতেই বিচার দিলাম। যতক্ষণ চোখ আছে, অশ্রু বিসর্জন দিয়ে যাব।‘
বৃহস্পতিবার এনপি নেতা ইলিয়াসকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র্যাব মনে করে নেত্র নিউজে যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমরা বলব, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, তার স্ত্রী আমাদের কাছে এসেছেন। আমরা তার স্ত্রীকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দিয়েছি।
তিনি বলেন, উনি যেখানে যেখানে সন্দেহ পোষণ করেছেন যে, উনার স্বামীর থাকার সম্ভাবনা রয়েছে বা উনি যখনই আমাদের কোনো তথ্য দিয়েছেন র্যাবের টিম উনার সহযোগিতায় গেছে এবং আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, একটি বিষয় অবশ্যই বলা বাহুল্য, র্যাব একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যত অভিযান আমরা আইন মেনে পরিচালনা করি। যেসব তথ্য-উপাত্ত নেত্র নিউজে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেভাবে তারা ডকুমেন্টেশন দেখিয়েছে, ব্যাপারটা সে রকম না।
এসএন
