মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে জঙ্গি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) বুলবুল আহমেদ ওরফে মনির নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
আসলাম খান বলেন, মনির সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের ছাত্র। মনির ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে এবিটির মতবাদ প্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতেন। তিনি অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে জিহাদের আর্মড কমব্যাট প্রশিক্ষণের ভিডিও ও জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করছিলেন। মনির সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করতে পরিকল্পনা করছিলেন। এ ছাড়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, মনিরকে জিজ্ঞাসাবাদে জানা যায় এবিটির কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে এবং এর মধ্যে খিলাফত প্রতিষ্ঠার বিষয় রয়েছে। মনিরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
কেএম/এসএন
