আইন লঙ্ঘন করে পণ্য বিক্রি
ডিএমপির অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

বিভিন্ন আইন লঙ্ঘন করে পণ্য বিক্রি করার অভিযোগে বিভিন্ন দোকান ও একটি সুপারশপকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর উত্তরায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।
ডা. সঞ্জীব দাশ বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানীর উত্তরায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর ও বিএসটিআই এর প্রতিনিধি এবং ডিএমপির গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ঠ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিএসটিআইয়ের অনুমোদনহীন ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করা, সরকার কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না থাকায় উত্তরার ৬ নং সেক্টরের বিডিআর মার্কেট বাজারে ৬টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পণ্য প্যাকেটজাতকরণের নিবন্ধন না থাকায় উত্তরার ১৪ নং সেক্টরের আগোরা সুপারশপকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
কেএম/এসএ/
