রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৩

রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিনজন ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।
গ্রেপ্তারকৃতদের নাম-মো. ফারুক হোসেন, গাড়ির চালক মো. সুমন ও মো. জয়নাল হোসেন।
সোমবার (১১ এপ্রিল )উত্তর বাড্ডা থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।
মঙ্গলবার (১২ এপ্রিল) অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, ‘মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারে করে ঢাকায় আসছে। এমন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডার হাজী সিরাজ মার্কেটের সামনে অবস্থান নেওয়া হয়। পরে মেট্রো-গ-২৮-৫৫২৯ রেজিস্ট্রেশন নম্বরের প্রাইভেটকারটি ঘটনা স্থলে পৌঁছালে সেটিকে আটক করা হয়।’
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিল।
ডিএমপির বাড্ডা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
কেএম/এমএমএ/
