শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে ফোশান গ্রুপের মালিক আটক

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে ফোশান গ্রুপের মালিক জিয়াউদ্দিন ওরফে জামানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১১ এপ্রিল) রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর র্যাব বলছে, সিরামিক শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে তিনি শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, আটক জিয়াউদ্দিনের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। প্রতারণার টাকায় তিনি দামি ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়তেন। তার হাতে থাকত রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। দুবাইয়েও তার বাড়ি রয়েছে বলে তিনি প্রচার করতেন।
এদিকে র্যাবের সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, রাজধানীর বনানীর ৪ নম্বর রোডে একটি ফ্ল্যাটে জিয়াউদ্দিনের অফিস আছে। সিরামিকের ব্যবসাসহ ২০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে বলে প্রচার চালাতেন তিনি। মূলত এসব প্রতিষ্ঠানকে প্রতারণার কাজে ব্যবহার করতেন জিয়াউদ্দিন। তার এই শিল্পপ্রতিষ্ঠানের একটি ফোশান গ্রুপ। তিনি এই গ্রুপের চেয়ারম্যান।
কেএম/আরএ/
