প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেপ্তার-১

সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার অভিযোগে মুগদা থানার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেপ্তারকৃতের নাম মো. এনামুল হক। গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি সাইবার এর সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
সোমবার (১১ এপ্রিল) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ফেসবুকে এনামুল হকের
সঙ্গে ভিকটিমের প্রায় ৯ মাস আগে পরিচয় হয়। এরপর থেকে বিভিন্ন সময় এনামুলের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের কথাবার্তা হতো। পরবর্তীতে দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নিজেদের হোয়াটসঅ্যাপ নম্বরেও বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অডিও, ভিডিও কথা, মেসেজ আদান প্রদান হতো।
তিনি আরও বলেন, এনামুল কথাবার্তা বলার সময় কৌশলে ভিকটিমের কিছু নগ্ন ছবি ধারণ করে নেয়। পরবর্তী সময়ে এনামুল ধারণকৃত নগ্ন ছবিগুলো ভিকটিমের নম্বরে পাঠিয়ে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে। ভিকটিমকে বিভিন্ন সময় নগ্নভাবে এনামুলের সহিত কথা বলার জন্য বাধ্য করে। ভিকটিম এতে রাজি না হওয়ায় এনামুল তাহার পূর্বের ধারণকৃত নগ্ন ছবিগুলো বিভিন্ন আত্মীয় স্বজনের মোবাইলসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এর পর ভিকটিমের বোনের অভিযোগে গত ২ ফেব্রুয়ারি মুগদা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলাদায়ের করেন।
তিনি বলেন, মামলাটি তদন্ত শুরু করে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ী থানা এলাকা থেকে তকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এমএমএ/
