দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, আসামি মামুন গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মামুনকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ এর একটি টিম।
রোববার (১০ এপ্রিল) র্যাব-১৪ এর সহকারী পরিচালক স্কোয়ার্ড কমান্ডার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শনিবার (৯ এপ্রিল) সকালে গৌরীপুর উপজেলার চরাকোনা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় আম পেড়ে দেওয়ার কথা বলে রাস্তার পাশের বাঁশঝাড়ের আড়ালে দ্বিতীয় শ্রেণির শিশুটিকে নিয়ে যায় মামুন মিয়া। পরে বাঁশপাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় পাশের লোকজন দেখে ফেললে মামুন মিয়া পালিয়ে যান। ঘটনার পর গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার মামলা করে শিশুটির বাবা।
স্কোয়ার্ড কমান্ডার আনোয়ার হোসেন বলেন, র্যাব-১৪ এর একটি টিম রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার খবরটি জানতে পেরে তদন্ত শুরু করে র্যাব। বিশ্বস্ত সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মামুন মিয়াকে ধরা হয়।
গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/আরএ/
