‘গরিবের ডাক্তার’ বুলবুল হত্যা মামলায় আটক ৩

‘গরিবের ডাক্তার’ খ্যাত ডেন্টিস্ট আহমেদ মাহী বুলবুলকে খুনের মামলার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর বিভাগের পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট থানা পুলিশ ও মিরপুর গোয়েন্দা বিভাগের তথ্যমতে, ডাক্তার বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সিসিটিভি ফুটেজ দেখে ওই তিনজনকে আটক করা হয়। তবে তাদেরকে আটকের বিষয়ে সরাসরি কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে চাননি।
থানা পুলিশের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই তিনজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। কারাগার থেকে বের হয়েই তারা বুলবুলকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
এক প্রশ্নের জবাবে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মিরপুর আল-হেলাল হসপিটালে কেন বুলবুলকে দীর্ঘ সময় ফেলে রাখা হয়েছিল সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রথমে তাকে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলো কেন এবং সেই হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এসব সার্বিক বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করব।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বলেন, মামলার তদন্ত চলছে। কয়েকজনকে জিজ্ঞাসা করা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তারের কথা বলা হয়নি।
কেএম/এসএ/
